ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়েছে: আলতাফ হোসেন চৌধুরী

     বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়েছে: আলতাফ হোসেন চৌধুরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে পবিত্র রমজান মাসের তাৎপর্য বিষয়ক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র কনফারেন্স রুমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলামের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চেীধুরী। 

    ইফতার মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পবিপ্রবি'র  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি শাখার সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যায়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ। 

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পবিপ্রবির কৃষি অনুষদের সিনিয়র অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন,  বিবিএ অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, আইন অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ্যাফেয়ার্স সেল পরিচালক হাচিব মোহাম্মদ তুষার , ডেপুটি রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক, সহকারী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মাহমুদ- আল- জামান, কর্মচারী মো. মোশারেফ হোসেন প্রমুখ। 

    প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চেীধুরী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়েছে। শিক্ষাঙ্গনে নকলের মহোৎসব চলছিল। তাদের আমলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্ষনের সেঞ্চুরী উৎসব পালন করেছে। 

    তিনি আরো বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্যনৈমত্তিক ঘটনা। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরণের পরিস্থিতি থেকে উত্তরণ কোনো ক্রমেই সম্ভব নয়। তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। 

    অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী বিদেশ থেকে নিয়ে আসা একটি চিত্রকর্ম ভাইস-চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের হাতে তুলে দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ