ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩ পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
  • ফের শাস্তির মুখে হৃদয়, মিস করছেন শিরোপা নির্ধারণী ম্যাচ

    ফের শাস্তির মুখে হৃদয়, মিস করছেন শিরোপা নির্ধারণী ম্যাচ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিপিএলের সুপার সিক্স পর্বে মাঠের খেলা ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু এখন তাওহীদ হৃদয়। গত কয়েকদিনে কম জল ঘোলা হয়নি তাকে নিয়ে। এমনিতেই আবাহনীর বিপক্ষে ম্যাচে তার অসদাচরণের কারণে শাস্তি নিয়ে বেশ আলোচনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের এ ব্যাটার। এবার আরও একবার আম্পায়ারের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে জাতীয় দলের এই ব্যাটারের বিপক্ষে।

    শনিবার (২৬ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্স পর্বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের ম্যাচ শেষে খবর, আবারও নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে তার উপর। এর ফলে, আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলতে পারছেন না মোহামেডান অধিনায়ক। 

    জানা গেছে, ডিপিএলে আজ শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। লেগ স্পিনার ওয়াসি আহমেদের বলে এদিন আউট হন হৃদয়। 


    ওয়াসি আহমেদের স্টাম্পের বাইরে পিচ করা বলে তাওহীদ হৃদয় ড্রাইভ করতে চাইলে বল ব্যাটের কানায় লেগে কিপারের গ্লাভসে লেগে অন্য ফিল্ডারের হাতে চলে যায়। ফিল্ডিংয়ে থাকা গাজী গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আউট দেন আম্পায়ার। এরপরেই হৃদয় পিচ নিয়ে আম্পায়ারকে অসন্তোষ প্রকাশ করেন। 

    আর এমন ঘটনার প্রেক্ষিতেই ম্যাচের পর তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত হলো, আবাহনীর বিপক্ষে এবারের আসরে ডিপিএলের অলিখিত ফাইনালে খেলা হচ্ছে না মোহামেডান অধিনায়কের।

    হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করে বিসিবির আম্পায়ার্স কমিটির ইফতেখার রহমান মিঠু জানান, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন হৃদয়। সবমিলিয়ে এবারের আসরে আট ডিমেরিট পয়েন্ট তাওহীদ হৃদয়ের। যার অর্থ, ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাকে। এছাড়া ম্যাচ শেষে ডিমেরিট পয়েন্ট নিয়ে শুনানিতে অংশ না নেয়ায় এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে। 


    নিয়ম অনুযায়ী তাই, মঙ্গলবারের অলিখিত ফাইনালে মোহামেডানের জার্সিতে খেলা হবে না হৃদয়ের। সুপার লিগের শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার মাঠে গড়াবে আবাহনী–মোহামেডান ম্যাচ। সেই ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই উঠবে ডিপিএলের এবারের আসরের শিরোপা। সেই ম্যাচে মোহামেডান জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। তবে, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় মোহামেডানের হাতে উঠবে শিরোপা। আর ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ