হিজলায় জামায়াতের কর্মসূচিতে ছাত্রদল নেতার বাধা, পাল্টাপাল্টি অভিযোগ


বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে জামাতের ফরম পূরণের মাধ্যমে পুনর্বাসন চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে উপজেলা জামায়াতের দাওয়াতি কার্যক্রমে বাঁধা দিয়েছে স্থানীয় বিএনপি। তাদের বাধার মুখে পন্ড হয়ে যায় জামায়াতের দাওয়াতি কর্মসূচি।
যদিও এ নিয়ে পাল্টা অভিযোগ পাওয়া গেছে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের কাছ থেকে। তাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাদের দাওয়াতি কার্যক্রমে বাধা দিয়েছেন স্থানীয় এক ছাত্রদল নেতা। যদিও এ নিয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
জানা গেছে, গত ২৫ এপ্রিল শুক্রবার হিজলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন ও হিজলা গৌরবদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সালাউদ্দিন মাদ্রা বাজারে তাদের সাংগঠনিক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে। এসময় তারা দলে সদস্য বৃদ্ধির জন্য জামায়াতে ইসলামীর ফরম পুরণ কার্যক্রম পরিচালনা করছিলেন।
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, দাওয়াতি এবং ফরম পুরণ কার্যক্রমের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে জামায়াতে ইসলামী। এসময় তারা স্থানীয় যুবলীগ এবং ছাত্রলীগসহ ফ্যাসিস্টের দোসরদের ধরে ধরে সদস্য ফরম পুরণ করান।
এর প্রতিবাদ জানান, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মো. ইসমাইল মোল্লা। একপর্যায় জামায়াতের আমিরসহ অন্য নেতাকর্মীরা ছাত্রদল নেতার তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করেন। পন্ড হয় তাদের দাওয়াতি কার্যক্রম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি গুলজারে আলম বলেন, কেন্দ্র ঘোষিত গণ সংযোগপক্ষ দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পর্যায়ে তাঁরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদারের অনুসারী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লা দাওয়াতি কার্যক্রমে বাধাগ্রস্ত করার চেষ্টা করে।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতারা গত পাঁচ আগস্টের পর এমন এমন কর্মকাণ্ড পরিচালনা করছে তাতে মনে হয় তাদের দল ক্ষমতায় এসে গেছে। ফলে তারা যাচ্ছে তাই করছে। আমাদের সাংগঠনিক কার্যক্রম পর্যন্ত সুষ্ঠুভাবে করতে দিচ্ছে না।
হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুম, খুনের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের এক দফা আদায়ের সময় যারা সাধারণ মানুষের ওপর গণহত্যা চালিয়েছে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। যারাই ফ্যাসিস্টের দোসরদের পুর্নবাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি।
এইচকেআর
