আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ মাদক কারবারি পলায়ন, আহত তিন পুলিশ


আগৈলঝাড়ায় মাদকসহ আটক হওয়ার পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়েছে এক মাদক কারবারি।
এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। দুইজন পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তবে শুক্রবার সকালে উপজেলার ছয়গ্রাম এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়। আটকৃত হল, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের ছিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকির। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
স্থানীয় ও আহত পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক মামুন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় ১৬ পিস ইয়াবাসহ রিয়াজ ফকিরকে আটক করে তারা।
পরে দুই হাতে হাতকড়াসহ রিয়াজ ফকিরকে পুলিশ ভ্যানে তুলতে গেলে পুলিশের কনস্টেবল কামাল হোসেনের গোপনাঙ্গে লাথি ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে ধাক্কা মেরে পালিয়ে যায় মাদক কারবারি রিয়াজ।
আসামিকে ধাওয়া করে ধরতে গিয়ে আহত হন এসআই মামুন হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাতকড়াসহ শুক্রবার সকাল ৬টায় উপজেলার ছয়গ্রাম এলাকা থেকে পলাতক রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত রিয়াজ ফকিরের বাবা ছিদ্দিক ফকির জানায়, ছেলে রিয়াজ ফকির মাদকসেবন করে। বার বার বাঁধা দিয়েও তাকে এ পথ থেকে ফেরাতে পারেন নি।
আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) অলিউল ইসলাম সাংবাদিদের জানান, রিয়াজের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে চিহ্নিত মাদক চক্রের সদস্য। পুলিশের ওপরে হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এইচকেআর
