ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের সরকারের দুর্বলতার কারণে সীমান্তে পুশইন হচ্ছে : ফয়জুল করীম ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা 
  • ফুসফুস ক্যানসারে পবিপ্রবি অধ্যাপকের মৃত্যু

    ফুসফুস ক্যানসারে পবিপ্রবি অধ্যাপকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের সভাপতি ও বিভাগটির অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান মারা গেছেন।

    সোমবার (৩ জুন) ভোর ৫টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও রিজেন্ট বোর্ডের সদস্য ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এক শোকবার্তায় অধ্যাপক জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং অগণিত শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান।

    শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান আমাদের শিক্ষার্থীদের শুধু শিক্ষাই দেননি, তিনি শিখিয়েছেন কীভাবে মানুষ হতে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বালুকণার সঙ্গে জড়িয়ে আছে তার চিন্তা, শ্রম ও স্বপ্ন। শিক্ষকতা থেকে প্রশাসন, সাহিত্য থেকে সমাজচিন্তা, প্রতিটি ক্ষেত্রে তিনি রেখে গৌরবময় পদচিহ্ন রেখে গেছেন। তার হাসিমাখা মুখ, মমতা ভরা দৃষ্টি, জ্ঞানগর্ভ বক্তৃতা ও মানবিক আচরণ আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

    তিনি আরও বলেন, আমাদের প্রিয় ড. জিল্লুর রহমানের বিদায়ে যে হৃদয়ভাঙা বেদনার সূচনা হলো, তা শিক্ষাজীবন, সহকর্মিতা ও মানবিকতার এক বিরল অধ্যায়ের অবসান ঘটালো। তিনি ছিলেন আমাদের শিক্ষক, অভিভাবক, পথপ্রদর্শক ও প্রেরণার উৎস। তার স্মৃতি আমাদের কর্মে, চিন্তায় ও ভবিষ্যৎ পথচলায় অনন্ত অনুপ্রেরণার বাতিঘর হয়ে রইবে।

    উপাচার্য আরও বলেন, অধ্যাপক ড. জিল্লুর রহমানের অপূরণীয় শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বিশ্ববিদ্যালয় পরিবার তথা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী গভীরভাবে শোকাহত, বিমূঢ় ও ব্যথিত। আমরা সকলে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, তার কবরকে প্রশস্ত করেন, তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে সমাসীন করেন ও তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

    জানা যায়, অধ্যাপক জিল্লুর রহমানের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভায়না গ্রামে। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ