ঢাকা শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ২৫ পাটকল চালুসহ বিভিন্ন দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ দিল্লি বিস্ফোরণে প্রধান সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: পাটওয়ারী বরিশালে শীতের আমেজ, ১০-২০ শতাংশ বৃদ্ধি গরম পোষাকের দাম  বরিশালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ১২৭ শিশু ভর্তি, একজনের মৃত্যু   দৌলতখানে বিএনপির  কমিটিতে আওয়ামী লীগ কর্মীর নাম , ক্ষুব্ধ নেতাকর্মীরা বানারীপাড়ায় কেরামত আলী খান মৃত্যুর ২ বছর পর পেলেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি ভোলায় ২০ মিনিট অবরুদ্ধ তিন উপদেষ্টা বরগুনায় গভীর রাতে বাসে অগ্নিসংযোগ, গ্রেফতার ৫ একই দিনে গণভোট ও নির্বাচন ঘোষণায় জাতি হতাশ: চরমোনাই পীর
  • সাইবার হামলা : ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

    সাইবার হামলা : ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল
     ছবি : রয়টার্সের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাইবার হামলার এক ঘটনায় ইউরোপের সবচেয়ে ব্যস্ত লন্ডনের হিথ্রোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে শনিবার ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে।

    বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে বেশ কয়েকটি বিমান সংস্থার জন্য চেক-ইন ও বোর্ডিং স্টিস্টেম সরবরাহকারী কোম্পানি কলিন্স অ্যারোস্পেসে সাইবার হামলা হওয়ায় এ সমস্যা দেখা দেয়।

    হিথ্রো বিমানবন্দর জানিয়েছে, কলিন্স অ্যারোস্পেস একটি প্রযুক্তিগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে যার ফলে বর্হিগমনের যাত্রীদের যাত্রায় বিলম্ব ঘটতে পারে।

    ব্রাসেলস বিমানবন্দর এবং বার্লিন বিমানবন্দরও এই হামলার কারণে আক্রান্ত হয়েছে বলে পৃথক বিবৃতিতে জানিয়েছে।

    কলিন্স অ্যারোস্পেসের মূল কোম্পানি আরটিএক্স কর্পোরেশন জানিয়েছে, বাছাই করা নির্দিষ্ট কিছু বিমানবন্দরগুলোতে তাদের সফটওয়্যারে একটি ‘সাইবার সম্পর্কিত ব্যাঘাত‘ সম্পর্কে তারা সচেতন হয়ে উঠেছে।

    কিন্তু কোন কোন বিমানবন্দরগুলোতে এ ঘটনা ঘটেছে তার নাম নেয়নি তারা।

    ই-মেইলে দেওয়া এক বিবৃতিতে আরটিএক্স বলেছে, “এর প্রভাব ইলেকট্রনিক গ্রাহক চেক-ইন এবং লাগেজ ড্রপের মধ্যেই সীমাবদ্ধ। ম্যানুয়াল চেক-ইনের মাধ্যমে এটি সামাল দেওয়া যেতে পারে।”

    তারা আরও জানিয়েছে, যত দ্রুত সম্ভব তারা সমস্যাটির সমাধান করার চেষ্টা করছে।

    ব্রাসেলেস বিমানবন্দর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই সাইবার আক্রমণের ফলে স্বয়ংক্রিয় পদ্ধতিগুলো অকার্যকর হয়ে পড়েছে, শুধু ম্যানুয়েল চেক-ইন ও বোর্ডিং প্রক্রিয়াগুলো সচল আছে।

    সাইবার হামলার এই ঘটনাটি শুক্রবার স্থানীয় সময় রাতে ঘটেছে বলে জানিয়েছে তারা।

    বিমানবন্দরটি বলেছে, “এটা ফ্লাইট সূচীতে বড় ধরনের প্রভাব ফেলেছে আর দুর্ভাগ্যবশত বিলম্ব ও বাতিলের কারণ হচ্ছে।”

    ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, এ পর্যন্ত তারা ১০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে আর বর্হিগামী সবগুলো ফ্লাইটের ক্ষেত্রে গড়ে এক ঘণ্টা দেরি হচ্ছে।

    বার্লিন বিমানবন্দর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এ কারণে চেক-ইনে দীর্ঘ সময় লাগছে আর তারা এর দ্রুত সমাধানের জন্য কাজ করছে।

    জার্মানির বৃহত্তম বিমানবন্দর ফ্রাঙ্কফুর্ট জানিয়েছে, এই সাইবার হামলায় তারা আক্রান্ত হয়নি।

    যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার জানিয়েছেন, এ পরিস্থিতির বিষয়ে নিয়মিত আপডেট পাচ্ছেন তিনি।

    সূত্র : রয়টার্স


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ