ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শ্রীলঙ্কার ঝড়ো শুরু, বাংলাদেশকে ফেরালেন তাসকিন-মাহেদী

শ্রীলঙ্কার ঝড়ো শুরু, বাংলাদেশকে ফেরালেন তাসকিন-মাহেদী
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা দারুণ হলেও শ্রীলঙ্কা এখন ১০ ওভারে ৭৩ রান তুলেছে ৩ উইকেট হারিয়ে।

প্রথমে ওপেনার পাথুম নিসাঙ্কা ২২ বলে ১৫ রান করে তাসকিন আহমেদের বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন। অপর ওপেনার কুশল মেন্ডিস ছিলেন বেশ আক্রমণাত্মক, ২৫ বলে ৩৪ রান করে মাহেদী হাসানের বলে আউট হন।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ (১/১৩) ও মাহেদী হাসান (১/১৩)। মুস্তাফিজুর রহমান শুরুতে দুর্দান্ত বোলিং করেছেন, দিয়েছেন মাত্র ৩ রান।

লাইভ উইন-প্রবাবিলিটি অনুযায়ী, এই মুহূর্তে শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা ৬২% এবং বাংলাদেশের ৩৮%।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন