ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

Motobad news

বৈরী আবহাওয়ায় কুয়াকাটা সৈকতে গোসলে মেতেছেন পর্যটকরা

বৈরী আবহাওয়ায় কুয়াকাটা সৈকতে গোসলে মেতেছেন পর্যটকরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। সাগর উত্তাল। চলছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে মেতে উঠেছেন হাজারো পর্যটক।

দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং উঁচু ঢেউয়ের মধ্যেও অনেকেই নিরাপত্তা নির্দেশনা না মেনে সমুদ্রে নেমে পড়ছেন, যা বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে সমুদ্রে না নামার জন্য অনুরোধ জানানো হলেও অনেক পর্যটক তা মানছেন না। বিশেষ করে তরুণ পর্যটকদের মাঝে রয়েছে উদাসীনতা। তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরাজ করছে বৈরী আবহাওয়া। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টি আর প্রবল বাতাসে উত্তাল হয়ে উঠেছে সাগর। অথচ এই প্রতিকূল প্রকৃতিও যেন থামাতে পারেনি হাজারো পর্যটকের আনন্দযাত্রা।


বিশাল বিশাল ঢেউয়ের সাথে নেচে, গেয়ে, হাসি, আনন্দ আর চিৎকারে মুখর করে তুলেছেন পুরো সৈকত এলাকা।

ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক দেলোয়ার হোসেন বলেন, উত্তাল ঢেউয়ের তোড়ে ভয় নয়, বরং অন্যরকম এক রোমাঞ্চ খুঁজে পাচ্ছেন অনেকেই। সৈকতে ঘুরে বেড়ানো, পানিতে নেমে গোসল, দল বেঁধে ছবি তোলা সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে কুয়াকাটায়। পর্যটকদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো সমুদ্রতীর। আসলে সত্যি বলতে এমন একটা পরিবেশই চেয়েছিলাম কুয়াকাটায়। আমরা বন্ধুরা মিলে এসেছি এবং খুব মজা করছি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু পর্যটকদের আরো সচেতন হওয়া উচিত। আমরা সৈকতে গোসলে নামা পর্যটকদের মাইকিং করে বারবার সতর্ক করছি, কেউ যেন বেশি পানিতে না নামে। তবু পর্যটকরা আমাদের নির্দেশনা ঠিকমতো মানছে না।

জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানতা অবলম্বন করে চলাচল করতে বলা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন