ঢাকা সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

Motobad news

পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালী পৌরসভার শশ্মানঘাট এলাকার মাঠের পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) সাজেদুল ইসলাম।


গ্রেফতাররা হলেন: মো. হাসান (৩০), মো. মাসুম বিল্লাহ (২৫), মো. রাসেল (৩৫), মো. আজিম (৩৫), মো. নাসির (৩৩), মো. মিঠু (৩০), মো. মিজান (২৭) ও মো. রনি (২৬)।

জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম পটুয়াখালীর পৌরসভার শশ্মানঘাট এলাকার মাঠের পামের সড়কে অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন