ঢাকা সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

Motobad news

দিল্লিতে বসেই পাকিস্তানে সংঘাত বন্ধের ঘোষণা আফগান পররাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে বসেই পাকিস্তানে সংঘাত বন্ধের ঘোষণা আফগান পররাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসেই পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত সময়ের জন্য’ বন্ধের ঘোষণা দিলেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। 

রোববার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আলজাজিরার। 


আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। বন্ধু দেশগুলোর অনুরোধে বর্তমানে সংঘাত থামানো হয়েছে। পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চান। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই।

তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপের চেষ্টা করে তখন আমাদের জনগণ, সরকার প্রধান, আলেম এবং সব ধর্মীয় নেতা দেশের স্বার্থে এক হয়ে লড়াইয়ে এগিয়ে আসেন। 

মুত্তাকি আরও বলেন, যদি পাকিস্তান ভালো সম্পর্ক এবং শান্তি না চায়, তাহলে আফগানিস্তানের হাতে অন্যান্য অপশনও আছে।

এর আগে শনিবার রাতে আফগানিস্তান সীমান্তে দুই দেশের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই পক্ষই হতাহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছ।


রোববার পাক সেনাবাহিনী জানিয়েছে, আফগানদের হামলায় তাদের ২৩ জন সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। তবে তাদের পাল্টা হামলায় আফগান তালেবানের ২০০ জনেরও বেশি সৈন্য ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছেন বলে তারা দাবি করেছে। অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, তাদের হামলায় ৫৮ জন পাক সেনা নিহত হয়েছেন এবং তারা নিজেদের ৯ জন সেনা হারিয়েছেন।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন