ভারতে বাসে আগুন: নিহত বেড়ে ১৯

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাসে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায় এবং মুহূর্তেই পুরো বাসটি ছাইয়ে পরিণত হয়।
দুর্ঘটনাটি ঘটে ন্যাশনাল হাইওয়ে ৪৪ -এর উল্লিন্দাকোন্ডা এলাকার কাছে ভোর ৩টা ৩০ মিনিটের দিকে। ওই সময়ে বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে ঘর্ষণের ফলে স্পার্ক তৈরি হয়, যা থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
কুরনুল জেলা কালেক্টর ড. এ. সিরি জানিয়েছেন, আগুনের পর বাসের দরজার তার ছিঁড়ে যাওয়ায় দরজা খুলছিল না, ফলে যাত্রীরা বের হতে পারেননি।
কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাটিল এনডিটিভিকে বলেন, রাত ৩টার দিকে কাবেরি ট্রাভেলসের বাসটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়, যা থেকে স্পার্ক সৃষ্টি হয়ে আগুন ধরে। ফরেনসিক সায়েন্স ল্যাব দল ঘটনাস্থলে আছে এবং আগুন লাগার সঠিক কারণ তদন্ত করছে।
তিনি আরও জানান, যেহেতু এটি এসি বাস, তাই দরজা খুলতে না পেরে যাত্রীদের জানালা ভেঙে বের হতে হয়। যারা কাচ ভেঙে বের হতে পেরেছেন, তারা প্রাণে বেঁচেছেন।
দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন, ফলে অনেকে বের হতে পারেননি। যারা আগুন দেখতে পেয়ে দ্রুত জানালা ভেঙে লাফ দিয়েছেন, তারা বেঁচে গেছেন।
এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ১৫ জনকে স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগই লাফ দিয়ে বের হতে গিয়ে আঘাত পেয়েছেন।
তবে ১৯ জন যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।
নান্দিয়াল টিডিপি সাংসদ বাইরেড্ডি শাবরি বলেন, বাসটি মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে সম্পূর্ণ পুড়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বিপরীত দিক থেকে এসে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাসটি মুহূর্তেই বিস্ফোরিত হয়। আমরা প্রায় ১৯ জনকে বাঁচাতে পেরেছি।
তিনি আরও জানান, কিছু দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের পরিবহনমন্ত্রী রামপ্রসাদ রেড্ডি জানিয়েছেন, দুর্ঘটনার পর বিভাগটি বাসটির স্বাস্থ্য ও নথি যাচাই করছে। তিনি বলেন, গত দুই মাসে বাসটি নিয়ম মেনে পরিচালিত হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি