ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশাল অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই : জয়নুল আবেদীন

বরিশাল অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই : জয়নুল আবেদীন
জয়নুল আবেদীন। ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন। 

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, অনুন্নত বাবুগঞ্জ-মুলাদীকে বরিশালের একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য। এ অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই, যাতে বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি হয়।


 
তিনি বলেন, মুলাদী-মির্জাগঞ্জ সংযোগ সেতু এবং চরকালিখান ব্রিজ জাইকার অর্থায়নে নির্মিত হলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ আরো সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে।

জয়নুল আবেদীন আরো বলেন, বাবুগঞ্জ-মুলাদীর সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদন করতে চাই। জনগণের সহযোগিতায় এ অঞ্চলকে সামনে এগিয়ে নেওয়া হবে আমার অঙ্গীকার।


বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হয়েছে। আমরা এখন আরো সংগঠিত, আরো উদ্দীপিত। অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করব।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন