ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

তমাল পারভেজ চতুর্থবার এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

তমাল পারভেজ চতুর্থবার এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত
ছবি: এস.এম তমাল পারভেজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পুনরায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গৌরনদীর কৃতি সন্তান এস.এম তমাল পারভেজ। তিনি বরিশালের সীমান্তবর্তী গৌরনদী উপজেলার বাটাজোর দক্ষিণ নাঠৈ গ্রামের সন্তান।

এর আগে পর পর তিনবার অর্থাৎ ৬ বছর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি। দায়িত্বকালীন তার যোগ্য নেতৃত্ব ও প্রশাসনিক চতুরতায় দক্ষতার সাথে এগিয়ে যায় ব্যাংকটি।

এ কারণে গত ২৬ জুন ভার্চুয়ালি ব্যাংকের সাধারণ সভায় এস.এম তমাল পারভেজ কে চতুর্থ বারের মতো এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করেন সংশ্লিষ্টরা।

তার এই সাফল্য এবং নতুন করে ব্যাংকটির দায়িত্ব পাওয়ায় গৌরনদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভ কামনা করা হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন