ঢাকা শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

Motobad news

পর্দা উঠল আইপিএলের, টস হেরে ব্যাটিংয়ে মুম্বাই

পর্দা উঠল আইপিএলের, টস হেরে ব্যাটিংয়ে মুম্বাই
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পর্দা উঠলো ক্রিকেটের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের। তবে করোনা মহামারির কারণে ছিল না জমকালো কোনো উদ্বোধনী অনুষ্ঠান।

আজ উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হয়েছে। বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে মুম্বাই।

উল্লেখ্য, পাঁচ মাস আগে করোনা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের ১৩তম আসর। সেবার শিরোপা হাতে তুলেছিলেন রোহিত শর্মারা। এবার আইপিএল ফিরলো ভারতে।

মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ক্রিস লিন, সূর্যকুমার যাদব, ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, মার্কো জ্যানসেন, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রজত পাতিদার, এবিডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), গ্ল্যান ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন