লিটনের ৫ রানের আফসোস!

আবারও শতকের খুব কাছে গিয়ে থামলেন লিটন দাস। মাত্র পাঁচ রানের জন্য শতক তোলা থেকে বঞ্চিত হলেন। ১৪৭ বলে ৯৫ রান করে বিদায় নিলেন তিনি।
লিটন-মাহমুদুল্লাহর শত রানের জুটি
বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টায় সফল বাংলাদেশ। ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলটির হাল ধরেন লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুইজনের মিলে একশ রানের জুটি গড়েন। ৬৭ ওভার পর দলীয় সংগ্রহ ২৩৬ রান। ১০৯ বলে ৭৩ রান তুলতে ১১টি চার হাঁকিয়েছেন লিটন। চারটি চারে ৯৮ বলে ৩৬ রান করে ক্রিজে আছেন মাহমুদুল্লাহ।
এমবি