ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩ পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
  • টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জিতল চীন

    টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জিতল চীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টোকিও অলিম্পিকের উদ্বোধন হয়েছে শুক্রবার। শনিবার প্রথম পদকের নিষ্পত্তি হয়েছে। চীনের শুটার কিয়ান ইয়াং পেয়েছেন প্রথম সোনার পদক।

    এনপিআরের খবরে বলা হয়েছে, মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতেছেন চীনের শুটার কিয়ান। শুধু প্রথম সোনা জয়ই নয়, অলিম্পিকে রেকর্ডও গড়েছেন তিনি।

    মাত্র ২১ বছর বয়সী কিয়ান ইয়াং পেয়েছেন ২৫১.৮ পয়েন্ট। অলিম্পিকের ফাইনালে এটা সর্বোচ্চ স্কোরের রেকর্ড। 

    রুপাজয়ী রাশিয়ান আনাস্তাসিয়া গালাশিনার করেছেন ২৫১.১ স্কোর। শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ শটে ৯.৮ স্কোর করেন কিয়ান। আর গালাশিনা স্কোর করেন ৮.৯।

    বাছাই পর্বে কিয়ান হয়েছিলেন চতুর্থ, আর গালাশিনা হয়েছিলেন অষ্টম। দুজনই পদকের মঞ্চ থেকে বিজয়ীর হাসি হাসলেন।

    এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন। তিনি পেয়েছেন ২৩০.৬ পয়েন্ট।

    সোনা জেতার পর কিয়ান বলেন, আমাকে যতই শান্ত মনে হয়, আসলে আমি ততটা নই। প্রতিযোগিতাজুড়েই আমি নিজেকে মানসিকভাবে ঠান্ডা রাখার চেষ্টা করেছি। নিজের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি।

    যুক্তরাষ্ট্রভিত্তিক এবিসি নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার অলিম্পিকের গেমসের উদ্ধোধনী অনুষ্ঠান হলেও ফুটবল, সফটবল, বেসবল এবং শুটিংয়ের প্রতিযোগিতা বেশ কয়েকদিন ধরে চলমান রয়েছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। এদিনই অলিম্পিক শেষ হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ