ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না: ইসি বিদায় নিতে প্রস্তুত, অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন: চরমোনাই পীর সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা কারাগারে ১২ তারিখের নির্বাচনই ঠিক করবে দেশ গণতন্ত্রের পথে যাবে, নাকি অন্য পথে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকেই ভোট দিতে হবে: চরমোনাই পীর নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন
  • মুম্বাইয়ের বিপক্ষে আলো ছড়ালেন সাকিব

    মুম্বাইয়ের বিপক্ষে আলো ছড়ালেন সাকিব
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার জার্সি গায়ে পঞ্চাশতম ম্যাচে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বোল করে ২৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। সাকিবের কিপটে বোলিংয়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স।

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান।

    মাঠে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই সাকিবের হাতে বল তোলে দেন অধিনায়ক। যার সুফলও এনে দেন সাকিব। প্রথম ওভারে দেন মাত্র ৪ রান। তিন ওভারে মাত্র ১৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব। তবে চতুর্থ ওভারেই সাফল্য পান সাকিব। অর্ধশতক করা সূর্যকুমার আকাশে বল তুলে দিলে ক্যাচে পরিণত হন তিনি। চার ওভারে সাকিবের বোলিং ৪-০-২৩-১.

    এরআগে, কলকাতার হয়ে নিজের পঞ্চশতম ম্যাচে মাঠে নামার আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘বিশেষ ক্যাপ’ তুলে দিয়েছেন কেকেআরের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

    আইপিএলে সাকিব আল হাসানের অভিষেক হয় ২০১১ সালে। শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। মাঝে দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেন তিনি। আইপিএলের গত মৌসুমে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি তিনি।

    এবার আবারও কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরেছেন এই তারকা অলরাউন্ডার। প্রথম ম্যাচে হায়দারাবাদের পর দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও দলটির একাদশে আছেন সাকিব। আর এই ম্যাচ দিয়েই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

    এবারের আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। নিজের প্রাক্তন দল হায়দরাবাদের বিপক্ষে ৫টি বল খেলার সুযোগ পেয়ে কেবল ৩ রান করেন সাকিব। তবে বল হাতে দারুণ করেছিলেন। এক বছর বিরতি দিয়ে আইপিএলে প্রত্যাবর্তনের প্রথম বলেই উইকেট পান তিনি। বোল্ড করেছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে। ৪ ওভার বোলিং করে ৩৪ রান খরচায় নেন একটি উইকেট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ