ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে সারের সংকট

আমতলীতে সারের সংকট
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী উপজেলায় সারের সংকট দেখা দিয়েছে । গত  কয়েকদিন  ধরে  উপজেলায় সারের দোকানে সার পাওয়া যাচ্ছেনা ।  জানা গেছে, আমতলী  উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে   হাজার ২৩ হাজার ৫ শ হেক্টর জমি। ১০/১৫ দিন পূর্বে জমিতে আমনের চারা রোপণ শেষ হয়েছে।

জমির উর্বরতা বৃদ্ধিতে  উপজেলায় এক হাজার ৯২২ মেট্রিক টন ইউরিয়া সার প্রয়োজন। কিন্তু গত  কয়েকদিন  ধরে আমতলী উপজেলার ইউরিয়া সার নেই। সার না পেয়ে কৃষকরা শহরের  সারের দোকানগুলোতে খুঁজে বেড়াচ্ছেন।আড়পাঙ্গাশিয়ার কৃষক জসিম উদ্দিন বলেন, জমিতে সার প্রয়োগ করতে না পারায় জমির উর্বরত  কমে রোপা আমন ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে।  

আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমতলীতে আটজন বিসিআইসি ও ৭২ জন খুচরা  ডিলার রয়েছে। বিসিআইসি ডিলাররা  গত ১ সেপ্টেম্বর টাকা জমা দিলেও তারা সার পাননি। সার না পাওয়ায় তারা কৃষকদের সার দিতে পারছে না  বলে জানান, বিসিআইসি সার ডিলার মো. মহিউদ্দিন মিয়া। 

চাওড়া  ইউনিয়নের বৈঠাকাঠা গ্রামের আল আমিন  বলেন, জমিতে  সারের প্রয়োজন। উপজেলা শহরের এসেছি। এখানেও  সার পেলাম না। জমিতে এক মুঠো সারও  দিতে পারিনি।আমতলী নতুন বাজার বাধঘাট  ইউনুস ট্রেডার্সের  মালিক ইউনুস মিয়া বলেন, আমতলীতে সার নেই। কৃষকরা হন্যে হয়ে খুঁজেও সার পাচ্ছেন না। 

আমতলী পৌরসভার বিসিআইসি ডিলার মহিউদ্দিন মিয়া বলেন, সেপ্টেম্বর মাসে ২৫৮ মেট্রিক টন বরাদ্দ সারের মধ্যে মাত্র ২০ টন পেয়েছি। এই সার দিয়ে কৃষকদের সামাল দেয়া সম্ভব হচ্ছেনা । গত ১ সেপ্টেম্বর সারের টাকা ব্যাংকে জমা দিয়েছি। কিন্তু ২৫ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো সার পায়নি।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, বরিশাল বাফার কর্তৃপক্ষ সার সরবরাহ করছে না। ফলে আমতলীতে  সার নেই। দ্রুত সময়ের মধ্যে কৃষকদের কাছে সার সরবরাহ চেষ্টা করছি।
 সার বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন বলেন, বরিশাল বাফার গুদামে খোঁজখবর নিয়ে দ্রুত কৃষকদের মধ্যে সার সরবরাহ নিশ্চিত করা হবে। 
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন