ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার সরোয়ার ইসলামী ব্যাংক-ইবনে সিনার কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ নয় এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি: আব্দুল্লাহ তাহের ‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে
  • কলেজে আধিপত্য নিয়ে শিক্ষার্থীকে কুপিয়ে আহত

    কলেজে আধিপত্য নিয়ে শিক্ষার্থীকে কুপিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে সহপাঠী। 

    আহত কলেজ ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে স্থানীয়রা গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছে। 

    স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের কারিগরি বিএম শাখার ১ম বর্ষের ছাত্র ও পূর্ব সুজনকাঠি গ্রামের সাইদুর রহমান তালুকদারের ছেলে নুরুন নবী তালুকদার (১৭) সাথে দীর্ঘদিন ধরে কলেজের আধিপত্য বিস্তার নিয়ে তার সহপাঠী নাঠৈ গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদারের পূর্ববিরোধ চলে আসছে। এঘটনার জের ধরে মঙ্গলবার সকালে কলেজে ক্লাস চলাকালীন অবস্থায় নুরুন নবী তালুকদার তার সহপাঠী নাঠৈ গ্রামের ফেরদৌস হাওলাদারকে কথা বলতে নিষেধ করে। 

    এর জের ধরে ক্লাস শেষে ফেরদৌস কলেজের সামনে আসলে  নুরুন নবী তালুকদারকে এলোপাথারি মারধর করে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। 

    এসময় উপস্থিত স্থানীয়রা ফেরদৌসকে ধরে গণধোলাই দিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠিয়েছে। গুরুতর আহত নুরুন নবী তালুকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    খবর পেয়ে আগৈলঝাড়া থানার এসআই আবু ইউসুফ মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ