শেবাচিমে উদ্বোধন হলো আধুনিক মানের কেবিন


প্রতিষ্ঠার দীর্ঘ বছর পর আধুনিকায়নের ছোয়া লেগেছে দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের কেবিনগুলোতে। প্রতিটি কেবিন সাজানো হচ্ছে আধুনিক এবং উন্নত সামগ্রী দিয়েছে।
এরই মধ্যে হাসপাতালের পঞ্চম তলার ‘এ’ ব্লকে আধুনিকায়ন করা তিনটি কেবিনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে শেবাচিম হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর কেবিনগুলো উদ্বোধন করেন।
উদ্বোধন হওয়া কেবিনগুলোতে ভিজিটরদের বসার জন্য সোফা, চেয়ার-টেবিল, জামা-কাপড় রাখার র্যাক, রোগীর শয্যায় সার্জিক্যাল বেড, পানির ফ্লাক্স, পানি করম করার পট, বেসিন এবং হাই কমড, টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া নতুন পর্দা এবং দরজা-জানালাগুলো নতুন করে লাগানো হয়েছে। এ কারণে একেবারেই পাল্টে গেছে কেবিন ব্লকের চিত্র।
জানা গেছে, দীর্ঘ ৫৭ বছর আগে প্রতিষ্ঠা হয় দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল। প্রতিষ্ঠালগ্নে হাসপাতালের পঞ্চম তলার দুটি ব্লকে কেবিন স্থাপন করা হয়। দৈনিক ৫শ টাকা ভাড়ায় কেবিনগুলো ব্যবহার করতে পারতেন রোগীরা।
তবে দৈনিক পাঁচশ টাকা ভাড়া দিয়ে কেবিন ব্যবহার করলেও ছিলো না কোনো সুযোগ সুবিধা। সাধারণ ওয়ার্ডের মতই অপরিস্কার-অপরিচ্ছন্ন ছিল কেবিনগুলো। দুটি শয্যা ছাড়া ছিলো কোনো সুযোগ সুবিধাই। সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।
তিনি দায়িত্ব গ্রহণের পর পরই হাসপাতালটির চিকিৎসা সেবায় নেয়া উদ্যোগগুলোর মধ্যে অন্যতম ছিল কেবিন সংস্কারের উদ্যোগ। এরই মধ্যে গণপূর্ত বিভাগের সহযোগিতায় কেবিনগুলো সাজানো হয়েছে আধুনিকায়নের মাধ্যমে।
চিকিৎসা সেবার উন্নয়নে এ হাসপাতালে চলমান উন্নয়ন কার্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।
এইচকেআর
