কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর নাম আরিফা আক্তার (১৭)। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রিফাত (২১)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফা আক্তার বরিশাল জেলার বায়োরগাতি এলাকার আ. খালেক হাওলাদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার মাস ধরে স্বামী-স্ত্রী কুয়াকাটায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রিফাত স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিবেশীদের ভাষ্যমতে, তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত।
স্থানীয় বাসিন্দা আক্কাস জানান, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘরের ভেতরে আরিফা আক্তারকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরেক স্থানীয় বাসিন্দা শহিদ বলেন, ঘুমের মধ্যে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভাঙে। বাইরে এসে দেখি ঘরে ভয়াবহ পরিস্থিতি। রিফাত তখন দরজার কাছে বসেছিলেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সিআইডির একটি টিমকে খবর দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর