ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

Motobad news

প্রেমে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৪, একজন আটক

প্রেমে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৪, একজন আটক
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো রোড এলাকায় প্রেমে বাধা দেয়ায় কিশোর গ্যাংয়ের দফায় দফায় হামলার ঘটনায় ৫জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কে এম লতিফ ইনস্টিটিউশনের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জাহিদুলের প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রেমে  বাধা দেওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ জানাগেছে, থানাপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী বাদশার ছেলে সজীবের নেতৃত্বে এবং জাহিদুল ও নাদিমসহ প্রায় ২০–২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় কয়েকজনের ওপর হামলা চালায়। হামলায় ৪জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন