ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

Motobad news

ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার কারণ জানাল জামায়াত

ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার কারণ জানাল জামায়াত
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচন করবেন না। সেজন্য তাদের দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের প্রতি সম্মান জানিয়ে তার আসনে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নির্বাচনী ঐক্য করার উদ্যোগ নিয়েছিলেন। এ সমঝোতায় তাদের অনেক অবদান আছে। সে সৌজন্যতায় ফয়জুল করীমের আসনে আমাদের প্রার্থী থাকবে না। তারা সমঝোতায় থাকতে পারেননি তাদের সফলতা কামনা করছি।

এ সময় দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। 

তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন