‘বিষপানে’ আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার

বদলির প্রতিবাদে আজ মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারী শিক্ষকরা। পুলিশ তাদের বাধা দিতে গেলে আচমকাই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন তারা। পরে সঙ্গে সঙ্গে অসুস্থও হয়ে পড়লে পুলিশ পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যায়। ওই পাঁচ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল জানা গেছে।
অসুস্থ পাঁচ শিক্ষিক ঐক্য মঞ্চের সদস্য। শিক্ষকদের এই সংগঠন বেশ কিছু দিন ধরেই শিক্ষকদের বদলি ইস্যুতে আন্দোলন করছে। এর আগে নবান্নের সামনে এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও বিক্ষোভ করেছেন তারা।
শিক্ষকদের অভিযোগ, আন্দোলন করার শাস্তি হিসেবেই বদলি করে দেওয়া হয়েছে তাদের। এই অভিযোগ নিয়েই মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করেন তারা।
দেশটির পুলিশ জানায়, আন্দোলনকারীরা মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলে তাদের বাধা দেওয়া হয়। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় আন্দোলনকারীদের। এরপর হঠাৎ তারা ব্যাগ থেকে বিষ বের করে পান করতে থাকেন।
জানা যায়, বিষপানকারীরা দেশটির শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষক। অভিযোগ, দক্ষিণবঙ্গের শিক্ষক হওয়া সত্ত্বেও তাদের উত্তরবঙ্গে বদলি করা হয়েছে। সূত্র: আনন্দবাজার।
এইচেকআর