ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ভ্যাকসিন না নিলে মাসে ১৭ হাজার টাকা জরিমানা

ভ্যাকসিন না নিলে মাসে ১৭ হাজার টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ডেল্টা এয়ারলাইন্সের যেসকল কর্ম নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-প্রতিরোধী ভ্যাকসিন নেননি তাদের প্রতি মাসে ১৭ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও এড বাস্টিয়ান।

তিনি বলেছেন, করোনাভাইরাসের জন্য হাসপাতালে থাকার কর্তৃপক্ষের গড় খরচ ৪ লাখ ২৫ হাজার টাকা। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভাইরাসের জন্য হাসপাতালে ভর্তি হওয়া সকল কর্মীদের ভ্যাকসিন দেয়া হয়নি।

বুধবার (২৫ আগস্ট) এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে, সেপ্টেম্বরের শেষের দিকে করোনার ভ্যাকসিন না নেয়া কর্মীদের বেতন সুরক্ষা বন্ধ থাকবে। সেপ্টেম্বরের ১২ তারিখে ভ্যাকসিন না নেয়া কর্মীদের সপ্তাহের শুরুতে পরীক্ষা করতে হবে, যদিও এর খরচ কর্তৃপক্ষ বহন করবে। এছাড়াও তাদের সকলকে কোম্পানির আভ্যন্তরে মাস্ক পড়তে হবে।

সিইও এড বাস্টিয়ান বলেছেন, ৭৫ শতাংশ ডেলটা কর্মচারীদের ভ্যাকসিন দেয়া হয়েছে। জুলাইয়ের মাঝামাঝিতে এই হার ছিল ৭২ শতাংশ। আমাদের সকল কর্মীদের ভ্যাকসিন দেয়া দরকার এবং যতটা সম্ভব এই হার একশ শতাংশ করা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৭০ হাজার ১৪৪ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৮৩২ জন এবং সুস্থ হয়েছেন ১৯ কোটি ১৭ লাখ ৯৪ হাজার ১৫ জন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন