ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ বিস্ফোরণে বেশ কয়েকজন আফগান আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। রয়টার্সের এক খবরে প্রকাশ করা হয়েছে, এই ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেছেন, কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনও হতাহতের বিষয়টি জানা যায়নি।


রয়টার্সকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতি বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন