কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে দু’টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে দেশটির সাধারণ নাগরিক এবং মার্কিন সেনা রয়েছে।
আহত হয়েছেন অন্তত ১৪০ জন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, দেশ ত্যাগের উদ্দেশ্যে বৃহস্পতিবার আফগানিস্তানের বিমানবন্দরে জড়ো হয় হাজারো মানুষ।
এ সময় দু’টি বিস্ফোরণ হয় বিমানবন্দরে। যেখানে গত কয়েক দিন ধরে বিপুল সংখ্যক আফগান শরণার্থীর আনাগোনা ছিলো।
এসএম

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন