ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ভারত: করোনা শনাক্ত ৪৪ হাজার , মৃত্যু ৪৯৬ জন

ভারত: করোনা শনাক্ত ৪৪ হাজার , মৃত্যু ৪৯৬ জন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ লাগামহীনভাবে বেড়ে চলছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম এনডিটিভি আজ শুক্রবার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন, মৃত্যু হয়েছে ৪৯৬ জনের।

এর আগে বৃহস্পতিবার ৪৬ হাজার ১৬৪ জন করোনাক্রান্ত হন, মৃত্যু হয় ৬০৭ জনের। দেশটিতে বুধবার করোনাক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৫৯৩ জন ও মৃত্যু হয়েছিল ৬৪৮ জনের। মঙ্গলবার আক্রান্ত হন ২৫ হাজার ৪৬৭ জন। সোমবার ২৫ হাজার ৭২ জন এবং রবিবার ৩০ হাজার ৯৪৮ জন করোনাক্রান্ত হয়েছিলেন।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে চার লাখ ৩৬ হাজার ৮৬১ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৬ লাখ ৩ হাজার মানুষ। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। 
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৮৮ হাজার ৯৪৫ জনের। এছাড়াও ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন অগণিত প্রাণ কেড়ে নিচ্ছে প্রতিদিন।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন