করোনাকালে ক্ষুদে শিক্ষার্থী আরাবীর উদারতা

নিজের জমানো টাকায় শিক্ষার্থীদের জন্য করোনা সুরক্ষায় সুরক্ষা সামগ্রী কিনে দিয়েছেন মো. আরাবী আহসান নামের ২য় শ্রেণী পড়ুয়া একজন শিশু শিক্ষার্থী। আরাবী বরিশাল নগরীর ১০০ নং কলেজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
শনিবার সকালে ওই স্কুল কর্তৃপক্ষের হাতে নিজের টিফিনের টাকা থেকে জমানো টাকায় কেনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার, মাস্কা ও সাবান একই স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। স্কুলের পক্ষে শিশু শিক্ষার্থীর হাত থেকে তার উপহারের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান গ্রহণ করেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মো. আহসান উল্লাহ মিরাজ ও প্রধান শিক্ষক ফাতেমা বেগম সুমা।
করোনাকারীন সময়ে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ওই ক্ষুদে শিক্ষার্থীর এমন উদারতা সমাজের প্রতিটি মানুষের জন্য শিক্ষনিয় হয়ে থাকবে বলে মনে করেন কলেজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেম বেগম সুমা।
এইচেকআর