আগৈলঝাড়ায় পিএফজি’র ফলোআপ সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফেসিলেটর গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাইপাস সংলগ্ন প্রদীপ্ত মহিলা উন্নয়ন সমিতির অফিস কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফেসিলেটর গ্রুপের সভা উপজেলা পিএফজি’র কো-অর্ডিনেটর জেমস রিপন বাড়ৈর সভাপিতত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরিশাল জেলা সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।
এসময় আরও বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলার পিএফজি এ্যাম্বসেটর মো. মাসুদ করিম লাভলু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কো-অর্ডিনেটর জসিম উদ্দিন সরদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম মাহাবুব, মো. শামীমুল ইসলাম শামীম, প্রবীর বিশ্বাস ননী, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন, পিএফজি’র সদস্য বিপুল বাড়ৈ, প্রদীপ রায়, চিন্ময় চক্রবর্তী, হানিফ মৃধা, নারী নেত্রী মমতাজ বেগম, সুমা কর, ইউপি সদস্য শান্তনা বেগম, পবিত্র রানী রায়, রেবা দাস, নিবেদিতা হালদার, পুজা রায়, জয় বিশ্বাস, মাসুদ করিম, গোপাল বিশ্বাস প্রমুখ। সভায় আগামী ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস পালন উপলক্ষে মানববন্ধন পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শান্তি ও সম্প্রতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
এইচেকআর