ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

বানারীপাড়ায় ছয় ফার্মেসিসহ ৭ প্রতিষ্ঠানকে  জরিমানা 

বানারীপাড়ায় ছয় ফার্মেসিসহ ৭ প্রতিষ্ঠানকে  জরিমানা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানরীপাড়ায় অভিযান চালিয়ে সাত ব্যবসায়ি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ।  সোমবার ( ২৭ সেপ্টেম্বর ) সকাল সোয়া ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এসময়  ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগীতায় অভিযানে পণ্যের মোড়ক ব্যাবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শ, মেয়াদ উর্ত্তীণ পণ্য বা ওষুধ বিক্রয় করায় জীবন দ্বীপ ফার্মেসীকে ৩ হাজার টাকা, বসুন্ধরা মেডিকেল হলকে ৩ হাজার টাকা, মা মেডিকেল হলকে ২ হাজার টাকা, ভূবন বনিক স্টোরকে  এক হাজার টাকা, আবদুল্লাহ মেডিকেল হলকে ৫ হাজার টাকা, সবুজ মেডিকেল হলকে ১২ হাজার টাকা এবং শিপ্রা মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় ।

 বরিশাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.শাহ্ শোয়াইব মিয়া জানান ভোক্তা অধিকার বিরোধী কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় ফার্মেসিসহ ৭ প্রতিষ্ঠানকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২৯ হাজার টাকা আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও  সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেন তিনি। 
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন