ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

প্রধানমন্ত্রীর জন্ম‌দিন উপলক্ষে বর্ণিল সাজে বানারীপাড়া 

প্রধানমন্ত্রীর জন্ম‌দিন উপলক্ষে বর্ণিল সাজে বানারীপাড়া 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগের উদ্যোগে পুরো পৌর এলাকাসহ উপজেলা সদরকে সাজানো হয়েছে। ‌বাহা‌রি রং ও সা‌জের আ‌লোকসজ্জার পাশাপাশি, পৌর এলাকার বি‌শেষ বি‌শেষ স্থা‌নে শোভা পা‌চ্ছে রং‌ঙ্গিন তোরণ।  সেইসা‌থে ল্যাম্প স্টা‌ন্ডের সা‌থে শোভা পা‌চ্ছে পদ্মা সেতু, রেললাইনসহ দ‌ক্ষিনাঞ্চ‌লের বিগত দি‌নে বি‌ভিন্ন উন্নয়ন কর্মকা‌ন্ডের ছ‌বি সংব‌লিত প্লাকার্ড। প্রধানমন্ত্রীর জন্ম‌দিন উপল‌ক্ষে বর্তমান সরকা‌রের উন্নয়‌ন কর্মকান্ডসহ আ‌লোকসজ্জা দেখ‌তে সন্ধ্যার পরপরই উপ‌জেলা সদর ঘি‌রে ছি‌লো উৎসুক জনতার পদচারনা। বি‌শেষ ক‌রে ফে‌রিঘাট সংলগ্ন আওয়ামীলী‌গের দলীয় কার্যাল‌য়ের সাম‌নে নেতাকর্মীসহ উৎসুক সাধারণ মানু‌ষের ভিড় ছি‌লো চো‌খে পড়ার ম‌তো।


সা‌র্বিক বিষ‌য়ে বানারীপাড়া উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট মোঃ মাওলাদ হো‌সেন সানা ব‌লেন, বঙ্গবন্ধু ‌সোনার বাংলা গড়ার সপ্ন দে‌খে‌ছি‌লেন। তার সেই সপ্ন বাস্তবায়‌নে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন। তার নেতৃ‌ত্বে আওয়ামীলী‌গ সরকা‌রের বি‌ভিন্ন মেয়া‌দে ‌গোটা দে‌শের উন্নয়নই হ‌য়ে‌ছে। অব‌হে‌লিত দক্ষিনাঞ্চ‌লের উন্নয়নও হ‌য়ে‌ছে তার আম‌লে। পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, পায়রা সেতু, ব‌রিশাল বিশ্ববিদ্যালয়সহ বি‌ভিন্ন উন্নয়ন হ‌য়ে‌ছে আমা‌দের এখা‌নে। দ‌ক্ষিনাঞ্চ‌লের মানুষ তা‌কে যে ভা‌লোবা‌সে তার উদহারণ হি‌সে‌বে যাকজমকভা‌বে জন্ম‌দি‌নের এ আয়েজেন। এখা‌নে আমরা চেষ্টা কর‌ছি তার নেতৃ‌ত্বে দ‌ক্ষিনাঞ্চ‌লের উন্নয়‌নের চিত্রও তু‌লে ধর‌তে। 


প্রধানমন্ত্রীর এ জন্ম‌দি‌নে সাধারণ মানু‌ষের কাছে থে‌কে দোআ প্রার্থনা ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দীর্ঘায়ু কামনা ক‌রে‌ছেন উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা গোলাম সা‌লেহ মঞ্জু মোল্লাহ। প্রধানমন্ত্রীর জন্ম‌দি‌নের আ‌য়োজ‌নকে ঘি‌রে সাধারণ মানু‌ষের আগ্রহ ও উৎসাহই দ‌লের জন্য প্রা‌প্তির ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলী‌গের আইন বিষয়ক সম্পাদক অ্যাড‌ভো‌কেট সুভাষ চন্দ্র শীল।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন