ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

গৌরনদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তারা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলঅম প্রিন্স, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনসহ অন্যান্যরা। শেষে উপজেলা পরিষদের সামনে ফলজ বৃক্ষরোপন করা হয়। একইদিন বাদ যোহর উপজেলা জামে মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন