‘বরিশালের মানুষ হাসানাত আবদুল্লাহ ও সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে ঐক্যবদ্ধ’

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এর কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করেন হাজার হাজার নেতা-কর্মী।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে শহীদ সোহেল চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভা। এ সভাকে কেন্দ্র করে দুপুর দুইটার পর থেকেই সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মিছিল সহকারে সমবেত হতে থাকেন হাজার হাজার নেতাকর্মী। বিকাল ৪টা বাজার আগেই সোহেল চত্বর, জিলা স্কুল মোড় থেকে জেলাখানার মোড়পর্যন্ত গোটা সদর রোড, ফজলুল হক এভিনিউ, বগুড়া রোড, গির্জা মহল্লা, আগরপুর রোড জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের মুখে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম নিয়ে জয় বাংলার স্লোগানে মুখরিত হয় নগরী। সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশের।
এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, মন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ- এমপিকে। তবে তিনি বরিশালের বাইরে থাকায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।
তাছাড়া অনুষ্ঠানের শেষ অংশে ভার্চুয়ালি আলোচনা সভায় অংশ নেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তিনি দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
এর আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস।
বক্তৃতায় সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী রাজনীতি করছেন এ জাতির মুক্তির জন্য, রাজনীতি করছেন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তালুকদার মো. ইউনুস বলেন, ‘যে কোন অবস্থায় ষড়যন্ত্রকারীর সকল ষড়যন্ত্রের জাল ছিন্নভিন্ন করে এগিয়ে যেতে হবে। সকল ভুল-ভ্রান্তির অবসান ঘটিয়ে দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ, বরিশালের মানুষ ঐক্যবদ্ধ আমাদের অভিভাবক আবুল হাসানাত আবুল্লাহার নেতৃত্বে, বরিশাল নগরীর মানুষ ঐক্যবদ্ধ আমাদের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে।
তালুকদার ইউনুস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোন ষড়যন্ত্র আমাদের থামাতে পারবে না। যে যতই ষড়যন্ত্র করুন, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর আদর্শকে, ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নয়ন সমৃদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নইমুল হোসেন লিটু’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সাবেক ভিপি আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, গোলাম সরোয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক ও বিসিসি’র ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহমেদ মান্না, জেলা আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন চুন্নু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, বিসিসি’র কাউন্সিলর কহিনুর বেগম, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস প্রমুখ।
এছাড়াও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান, জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর সভার মেয়র, উপজেলা এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, আলোচনা সভার শেষ অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং শহীদ বরণ করা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুর রহমান বেগ। দোয়া মোনাজাত শেষে দলীয় কার্যালয়ের সামনে বিশাল কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আবুল হাসানাত আবদুল্লাহ্ ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র নাম নিয়ে জয় বাংলার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নগরী।
এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে বরিশাল নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এসেছেন নগরীতে। সড়ক এবং নৌ পথে তারা বরিশালে আসেন। বিশেষ করে অর্ধশতাধিক বাস নিয়ে বরিশালে আসেন নেতাকর্মীরা। তারা বাস থেকে নেমে আবুল হাসানাত আবদুল্লাহ এবং সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেন জন্মদিনের অনুষ্ঠানে। প্রায় প্রতিটি মিছিলেই ছিলো ভুভুজেলা আর বিভিন্ন বাদ্যযন্ত্র।
এমবি