মঠবাড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, গ্রেপ্তার ১

মঠবাড়িয়ায় সঞ্জিব কর্মকার (৪৬) নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে স্বর্ণ, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে হামলা কারিরা। এ ঘটনায় তিনি মামলা করলে থানা পুলিশ সুনীল কর্মকার (৫২) নামে এক হামলাকারিকে গ্রেপ্তার করে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করে। সঞ্জিব কর্মকার পৌরসভার গয়ালীপাড়া এলাকার সুধাংশু কর্মকারের ছেলে ও আপন জুয়েলার্স এর মালিক। মামলা সূত্রে জানা গেছে, সুনীল কর্মকার ও তার সহযোগীদের সাথে আদালতে সঞ্জিব কর্মকারের একটি মামলা চলমান রয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর ওই মামলায় হাজিরা দিয়ে সঞ্জিব কর্মকার বাসায় উদ্দেশ্যে যাবার স্থানীয় সার্ভার ষ্টেশন মোটর সাইকেলর কাছে গেলে সুনীল কর্মকার, মন্টু কর্মকার, গৌতম কর্মকার ও দেবাশীষ কর্মকার তার ওপর হামলা চালিয়ে স্বর্ণের চেইন, মোবাইল, ও নগদ টাকা ছিনিয়ে নেন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারিরা হত্যার ভয় দেখিয়ে পালিয়ে যান। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল গ্রেপ্তারের নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সুনীল কর্মকারকে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমবি