আগৈলঝাড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ এবং ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রান কুমার ঘটক, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক প্রমুখ। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, তথ্য অধিকার আইনের আওতায় সুবিধাদি ব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন ও সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার নিশ্চিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই দিবসটি পালন করা হয়েছে।
এমবি