ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় গণটিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত  

আগৈলঝাড়ায় গণটিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়ায় করোনার গণটিকা প্রয়োগের বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১হাজার ৫শত করে পাঁচটি ইউনিয়নে ৭হাজার ৫শত জনকে করোনার প্রথম ডোজের টিকা প্রয়োগ করা হয়েছে।  উপজেলা করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে গণটিকার ক্যাম্পেইন শুরু করা হয়েছে। 

 এসময় উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ডা. জাহেদ হোসেন ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু পরিদর্শন করে তারা সন্তোষ প্রকাশ করেছেন।  উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে গৈলা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ১হাজার ৫শত জন, বাগধা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ১হাজার ৫শত জন, রত্নপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ১হাজার ৫শত জন, বাকাল ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ১হাজার ৫শত জন ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ৫শত জনসহ ৫টি কেন্দ্রে ১৫টি বুথে ৭হাজার ৫শত জনকে স্বাস্থ্য সেবা কর্মীর মাধ্যমে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে।  

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রনালয়ের উদ্যোগে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই গণটিকা দেয়া হয়েছে। ৫টি কেন্দ্রে ৭হাজার ৫শত জনকে টিকা প্রয়োগ করা হয়। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন