বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কৃতজ্ঞতা প্রকাশ

গত ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম শুভ জন্মদিন সুষ্ঠু এবং সুন্দরভাবে সফল করায় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। দুটি সংগঠন থেকে পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সংগঠনের পক্ষ থেকে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেছেন, ‘প্রধানমন্ত্রী’র ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বত:স্ফূর্ত অংশগ্রহণকারী সকল স্তরের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এমবি