বিএমপিতে ছয় মাসে পাঁচ সহস্রাধিক অপরাধ দানাবাধার আগেই সমাধান
গত ছয় মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকার চারটি থানায় ৮৩৩টি নিয়মিত মামলা হয়েছে। এর বাইরে সামাজিকভাবে সমাধান করা হয়েছে আরও ৫ হাজার ৩৬৮টি বিভিন্ন ধরনের অপরাধ বা সমস্যা। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং জাতীয় কল সেন্টার ৯৯৯ সহ বিভিন্ন টুলস ব্যবহার করে এসব সমস্যা সমাধান হয়েছে।
পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিক বিট পুলিশিং সমন্বয় সভায় পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) এই তথ্য জানিয়েছেন। বুধবার সকালে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
এসময় তিনি আরও বলেন, ‘বিগত ছয় মাসে হওয়া ৮৩৩টি মামলা সংক্রান্তে পুলিশের কার্যক্রমের ওপর বিবেচনা করেই মূলত জনগণ পুলিশকে কিংবা পুলিশের কাজের মূল্যায়ন করে থাকে। অথচ বিগত ছয় মাসে এই ৮৩৩টি নিয়মিত মামলার বাহিরে পুলিশ পাঁচ হাজার ৩৬৮টি বিভিন্ন ধরনের অপরাধ বা সমস্যা দানাবাধার আগেই বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ৯৯৯ সহ বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে সেগুলোর সুষ্ঠু সামাজিক সমাধান করেছে। যার মধ্যে ৯৯৯ এর মাধ্যমে এক হাজার ৩শত টি, বিট পুলিশিং এর মাধ্যমে এক হাজার ৩৬টি এবং মামলা বা জিডি’র বাইরে আরও ৩ হাজার ৩২টি। যা দৃশ্যমান কার্যক্রমের প্রায় পাঁচগুণ বেশি। অথচ এর কোন হিসেব কিংবা রেকর্ড নেই।
বিট অফিসারদের এক একজন শান্তির ফেরিওয়ালা উল্লেখ করে বিএমপি কমিশনার বলেন, ‘‘বিট অফিসার শুধুমাত্র একজন পুলিশ অফিসারই নন, বরং তিনি তার বিট এলাকার একজন সামাজিক নেতাও। প্রতিটি মানুষের অত্যন্ত আপনজন। বিট অফিসাররা বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং সহ বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে সামাজকে ভারসাম্যপূর্ণ করে সমাজের প্রতিটি ঘরে ঘরে যেভাবে শান্তি স্থাপনে ভূমিকা রাখছেন; তার চাইতে ভালো কাজ, মানবিক কাজ সমাজে আর কি-বা হতে পারে? এভাবেই নীরবে-নিভৃতে পুলিশ জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। এর জন্য আমি তোমাদেরকে আন্তরিক সাধুবাদ জানাই।
এসময় বিএমপি কমিশনার সমন্বয় সভায় উপস্থিত বিট অফিসারদের নিকট থেকে বিট পুলিশিং এর সুফল ও বিভিন্ন ধরনের সফলতার গল্প শোনার পাশাপাশি কার্যক্ষেত্রে কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সেই সংক্রান্তে বিস্তারিত জেনে সেগুলো সমাধান এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর যুগোপযোগী ও শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন নগর পুলিশ প্রধান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপস এন্ড প্রসিকিউশন) মো. মোকতার হোসেন, উত্তর জোনের উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলী আশরাফ ভুঞা, উপ-কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান প্রমুখ।
এমবি