ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

প্রস্তাবিত আড়িয়াল খাঁ সেতু এলাকা পরিদর্শনে আসছেন সেতু বিভাগের সচিব

প্রস্তাবিত আড়িয়াল খাঁ সেতু এলাকা পরিদর্শনে আসছেন সেতু বিভাগের সচিব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জ-মুলাদী সড়কের মীরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শনে আসছেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বকর ছিদ্দিক। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে সাথে নিয়ে তিনি ওই এলাকা পরিদর্শন করবেন। এই পরিদর্শনের মাধ্যমে তিনি সেতুর সম্ভাব্যতা যাচাই করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকিতুর রহমান কিসলু বলেন, ‘মুলাদী, হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েক লক্ষ মানুষের দুর্ভোগের আরেকনাম মীরগঞ্জ খেয়াঘাট। যেখানে জুলুম নির্যাতন নিত্য দিনের ব্যাপার। এই জুলুম নির্যাতন থেকে উপজেলাবাসীকে রক্ষায় আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছেন।

এর ধারাবাহিকতায় এমপি গোলাম কিবরিয়া টিপু আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণ এলাকা পরিদর্শনের জন্য সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বকর ছিদ্দিক কে সাথে নিয়ে নির্বাচনী এলাকায় সংক্ষিপ্ত সফরে আসছেন।

তিনি বলেন, ‘সেতু এলাকা পরিদর্শন ছাড়াও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বৃহস্পতিবার সকালে বিমান যোগে বরিশালে পৌঁছে রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করবেন।
এরপর সেখান থেকে ফিরে উপজেলা সদরে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এমপি গোলাম কিবরিয়া টিপু। এসময় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন জাপার ওই নেতা।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন