তথ্য অধিকার আইন বাস্তবায়নে প্রথম বরিশাল বিভাগ

পৃথক ক্যাটাগরিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবদান রেখে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বরিশাল বিভাগ। আর তাই তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বরিশাল বিভাগীয় কমিটি কে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিটির পক্ষ্যে পুরস্কার গ্রহণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
এর আগে দিবসটি উপলক্ষে “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ-এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান- এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। অনুষ্ঠানের একাংশে তথ্য মন্ত্রণালয়ের সচিব বরিশাল বিভাগীয় কমিশনারের হাতে প্রথম পুরস্কার তুলে দেন।
এমবি