হিজলায় ইউপি সদস্যর বিরুদ্ধে ছোটভাই’র বউকে ধর্ষণের মামলা

বরিশালের হিজলা উপজেলায় ইউপি সদস্য’র বিরুদ্ধে ছোট ভাই’র স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ। গত ২২ সেপ্টেম্বর ধর্ষণের শিকার গৃহবধূ (৩২) বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত হামিম মাতুব্বর উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) এবং খাগেরচর গ্রামের মৃত আলী আহমেদ মাতুব্বরের ছেলে।
ভিকটিম ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ‘ইউপি সদস্য’র প্রতিবেশী ওই গৃহবধূ। গত ১০ সেপ্টেম্বর রাত ১২টার দিকে জরুরী কথা শোনার জন্য গৃহবধূর দরজা খুলতে বলেন। ভিকটিম বলেন, ‘দরজা খুলতেই হামিম মেম্বার তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় ভিকটিম ও তার ১০ বছরের মেয়ে ডাক-চিৎকার করলে ধর্ষক হামিম মেম্বার পালিয়ে যান।
ভিকটিম অভিযোগ করেন, ‘এই ঘটনায় হিজলা থানায় গিয়ে মামলা করতে চাইলেও ওসি তা গ্রহণ করেননি। বরং থানার ওসি তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে আদালতে গিয়ে মামলাটি দায়ের করেন ওই গৃহবধূ।
অভিযুক্ত ইউপি সদস্য হামিম মাতুব্বর বলেন, ‘অভিযোগকারী গৃহবধূ আমার ছোট ভাই হাবিব মাতুব্বরের স্ত্রী ছিলেন। গত ১২ সেপ্টেম্বর ছোটভাই তাকে খোলা তালাক দেয়। অথচ মামলায় অভিযোগ করা হয়েছে ১০ সেপ্টেম্বর ওই নারীকে আমি ধর্ষণ করেছি। তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনা একেবাইরে মিথ্যা। স্থানীয় কোন একটি চক্রের কু-পরামর্শে আমাকে হয়রানির উদ্দেশ্য মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত হলেই ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে দাবি তার।
এমবি