ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

ডা. সিরাজুল ইসলামকে হারানোর ক্ষতি অপূরণীয়- পংকজ নাথ

ডা. সিরাজুল ইসলামকে হারানোর ক্ষতি অপূরণীয়- পংকজ নাথ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ডা. খাদেম হোসেন ক্লিনিক এর প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. সিরাজুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে ডাক্তার খাদেম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।


প্রধান অতিথি’র আলোচনায় তিনি বলেন, ‘ডা. সিরাজুল ইসলামের মতো একজন আদর্শবান ডাক্তার হারিয়ে আমরা ব্যথিত। তাকে হারানোর এই অপূরণীয় ক্ষতি কখনোই পূরণ হবার নয়।

 

 

ডা. আদনান উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কবুল চন্দ্র কবিরাজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রবীণ চিকিৎসক ক্যাপ্টেন (অব.) ডা. সিরাজুল ইসলাম।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন