নগরীতে মুন্সি গ্যারেজ ক্যারাম টুর্নামেন্ট অনুষ্ঠিত

বরিশালে মুন্সি গ্যারেজ ক্যারাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । সোমবার সন্ধ্যা ৭ টায় এ ক্যারাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । আয়োজিত মুন্সি গ্যারেজ ক্যারাম টুর্নামেন্টে অংশগ্রহন করে মুন্সি গ্যারেজ সহ নগরীর বিভিন্ন এলাকার এক ঝাক তরুন।
টুর্নামেন্ট শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন নগরীর ১৮ নং ওয়ার্ডের কৃতিসন্তান মোহাম্মদ আলী যোহর মুন্সি।
টুর্নামেন্টে প্রথম পুরস্কার কোরআন মাজিদ, দ্বিতীয় পুরস্কার জায়নামাজ এবং অন্যান্য সকল অংশগ্রহনকারীদের মাঝে সালাত আদায়ের জন্য টুপি, তসবিহ এবং আতর বিতরণ করা হয়।
বর্তমানে ফ্রি-ফায়ার কিংবা পাবজির যুগে এই রকম আয়োজন নজির বিহীন। ভবিষ্যতে এ রকম সুন্দর আয়োজনের করার কথা জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজকরা।
এইচকেআর