ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও ফোর্স-অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন। মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত প্যারেড শেষে পুলিশ লাইনের ড্রিলশেডে কিটপ্যারেড, মাসিক কল্যাণ সভা ও চাকুরী হতে বিদায়ী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এরপর ১১ টায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ দমন ও বিভিন্ন বিষয়ের উপর পারফরমেন্সের ভিত্তিতে পুলিশ সুপার জেলার বিভিন্ন স্তরের কৃর্তি পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন।

অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, ইকবাল হোছাইন, সুদীপ্ত সরকারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন