ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে শুভ মহালয়া পর্ব অনু‌ষ্ঠিত

বরিশালে শুভ মহালয়া পর্ব অনু‌ষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চন্ডীপাঠ ও আবাহনী সঙ্গী‌ত প‌রি‌বেশ‌নের ম‌ধ্যে দি‌য়ে বাঙালী সনাতন ধর্মাবলম্বী‌দের শারদীয় দু‌র্গোৎস‌বের শুভ মহালয়া পর্ব অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এর মাধ‌্যমেই দুর্গাপূজার আনুষ্ঠা‌নিকতা শুরু হ‌য়ে‌ছে।

বুধবার ভোর ৬টায় ব‌রিশাল নগরীর স্ব রোডস্থ রাধা গো‌বিন্দ নিবাস ম‌ন্দি‌রে মহালয়া উপল‌ক্ষে আ‌য়োজন করা হয় নানা অনুষ্ঠা‌নের। 

অগ্রগামী যুব সং‌ঘের আ‌য়োজ‌নে ভোর ৬টায় চন্ডী পাঠ ও আবাহনী সঙ্গীত প‌রি‌বেশন শুরু হয়। সকাল সোয়া ৮টা পর্যন্ত এই আ‌য়োজন অনু‌ষ্ঠিত হয়। এরপর ম‌হিষাসুর ম‌র্দিনী না‌টিকা উপস্থাপন করা হয়। এসময় প্রচুর ভক্তরা উপ‌স্থিত ছি‌লেন ম‌ন্দির প্রাঙ্গ‌নে। 

রাধা গো‌বিন্দ নিবাস পূজা উদযাপন পর্ষদের সদস‌্য স‌চিব পিন্টু দাস ব‌লেন, করোনা সংক্রমন কম‌লেও স্বাস্থ‌্য বি‌ধি মে‌নে মহালয়া উপল‌ক্ষে সং‌ক্ষিপ্ত অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে। গত বছর অনুষ্ঠান কর‌তে পা‌রি‌নি। ভোর থে‌কে আমা‌দের অনুষ্ঠান শুরু হ‌য়ে‌ছে, যা সকাল ৯টা পর্যন্ত চ‌লে‌ছে। প্রচুর ভক্তবৃন্দ সমাগম হ‌য়ে‌ছে এখা‌নে।

হিন্দু ধর্মীয় কল‌্যান ট্রা‌স্টের ট্রা‌স্টি ভানু লাল দে ও সুর‌ঞ্জিৎ দত্ত লিটু ব‌লেন, ব‌রিশালের শুধু এক‌টি ম‌ন্দি‌রেই মহালয়া উপল‌ক্ষে ব‌র্নিল আয়োজন করা হয়। এই দি‌নেই দেবীপক্ষ শুরু হ‌য়ে‌ছে। মর্ত‌্যলো‌কে শা‌ন্তি ফেরা‌তে ব্রক্ষ্মা দেব এই দি‌নে দেবী দুর্গা‌কে ম‌হিষাসুর‌কে ব‌ধের অনুম‌তি দেন। টানা ৯ দিন যু‌দ্ধের পর ম‌হিষাস‌ুর‌কে বধ ক‌রেন দেবী দুর্গা। 

আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিকে বলা হয় ‘দেবীপক্ষ’। হিন্দু শাস্ত্র অনুযায়ী, এদিন কৈলাসের শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। মণ্ডপে দুর্গাপূজার ক্ষণগণনাও শুরু হয় এদিন থেকে।

১১ অ‌ক্টোবন ষষ্ঠী পূজার মাধ‌্যমে দুর্গা পূজার মূল আনু্ষ্ঠা‌নিকতা শুরু হ‌বে। বরিশাল জেলায় ৫৯০‌টি ও মহানগ‌রে ৪৫‌টি মন্ড‌পে দুর্গাপূজা অনু‌ষ্ঠিত হ‌বে।##


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন