শিক্ষা সংকোচনের জাতীয় শিক্ষাক্রম বাতিলের দাবিতে ছাত্র সমাবেশ

বরিশালে শিক্ষা সংকোচনের জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিলের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর ) সকাল ১১ টায় অশ্বিনী কুমার হলচত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব এবং পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহিলা কলেজের সংগঠন অদিতি ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, ছাত্র ফ্রন্ট ১৭ নং ওয়ার্ড শাখার আহবায়ক লামিয়া সাইমুন, ৯ নং ওয়ার্ডের সভাপতি শ্রাবন্তি দাস, বরিশাল সরকারি কলেজ শাখার আনন্দ খুশি মাইশা, বরিশাল সরকারি মহিলা কলেজ শাখার সংগঠক আয়েশা আক্তার মিঞ্জু, বিজ্ঞান আন্দোলন মঞ্চ অমৃত লাল দে কলেজের সংগঠক ঐশী জান্নাত। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী মাকসুদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এই কারিকুলামে কিছু ভালো ভালো কথার আড়ালে শিক্ষা বৈষম্য, ব্যয় বৃদ্ধি ও রাষ্ট্রের দায়িত্বের প্রশ্ন এড়িয়ে গিয়ে কৌশলে শিক্ষা ব্যবসাকেই উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। বিজ্ঞান শিক্ষার পরিসর কমিয়ে এক তৃতীয়াংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এর বদলে সেখানে যুক্ত করা হয়েছে ক্যারিয়ার শিক্ষা,জীবন- জীবিকার মত বিষয়। আধুনিক মনন গড়ে তোলার ক্ষেত্রে এসমস্ত বিষয় কী ভূমিকা রাখবে, তা প্রশ্ন সাপেক্ষ। প্রস্তাবিত শিক্ষাক্রমে কারিগরি শিক্ষার দিকে অত্যাধিক জোর দেওয়া হয়েছে ও দশম শ্রেণির মধ্যে আয় করার যোগ্যতা অর্জনের দিকে তাগিদ দেয়া হয়েছে।
এই কারিকুলাম প্রণয়ণ করা হয়েছে অগণতান্ত্রিক ও আমলাতান্ত্রিকভাবে। কোন ছাত্র সংগঠন, অভিভাবক প্রতিনিধিদের মতামত নেওয়া হয়নি। তাই জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিলের দাবি জানান বক্তারা । সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এইচকেআর