ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহালয়া উদযাপন

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহালয়া উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেন্দিগঞ্জ শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দেবী দূর্গার আগমনী মহালয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  সকালে মোমবাতি প্রজ্বলন-মঙ্গল দ্বীপ জ্বেলে মহালয়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা। এসময় বক্তারা বলেন, মহালয়া মানে একটি নতুন সৃষ্টির সূচনা। মর্ত্যে এসে দেবীর দিব্যদৃষ্টির আলোয় অন্ধকার ঘুচিয়ে আলোকিত হয় এই ধরা, জয় মা দূর্গা। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা শেষে নৃত্য, সঙ্গীত, শঙ্খ, কাঁশা আর ঢাকের তালে তালে মহা-আনন্দে মহালয়া উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ডাক্তার হরিপদ নাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক হেমলাল নাথ, সাধারণ সম্পাদক অখিল দেবনাথ, পাতারহাট মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ব্রজ গোপাল নাথ, মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোজ দেবনাথ, পুরোহিত অনিমেষ ভট্টাচার্য, সাংবাদিক শ্যামল দেবনাথ, সঙ্গীত শিল্পী মিজানুর রহমান, শিক্ষক নিহার রঞ্জন, বাদল দাস, অনয় দেবনাথ বঙ্গ, শিক্ষিকা কলি দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক অজয় গুহ, কাউন্সিলর মিতা রানী দাস, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ, পার্বতী দেবনাথ, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষক সুমন দেবনাথ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুমন দেবনাথ সহ সর্বস্তরের ভক্তবৃন্দ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন