ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

সেপ্টেম্বরে বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পটুয়াখালীর এসপি

সেপ্টেম্বরে বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পটুয়াখালীর এসপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চলতি বছরের সেপ্টেম্বর মাসে জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও অপরাধ দমনসহ নানান দিক বিবেচনায় বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ।

বুধবার (৬ অক্টোবর) বরিশাল রেঞ্জ অফিসে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম আক্তারুজ্জামানের সভাপতিত্বে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বরের পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে রেঞ্জের বিভিন্ন কর্মকর্তাকে স্বীকৃতি তথা পুরস্কার দেওয়া হয়।


পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তার কাজের স্বীকৃতি দেওয়া হয়।  

এসময় বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন