ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে বিদ্যালয়ের মাঠ অবমুক্তের দাবিতে মানববন্ধন

 বরিশালে বিদ্যালয়ের মাঠ অবমুক্তের দাবিতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর এ কাদের চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ অবমুক্তের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কাউনিয়া প্রধান সড়কে অবস্থিত বিদ্যালয়টির প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলনের বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, এ. কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ শুরু হয়েছে। বিদ্যালয়ের পিছনে জায়গা থাকতে কেন মাঠ দখল করে এই ভবন নির্মাণ করা হচ্ছে। আমরা খেলার মাঠ অক্ষুন্ন রেখে ভবন নির্মাণের দাবি জানাই। এই মানববন্ধনের পর প্রশাসন যদি মাঠ অবমুক্ত করতে সাহায্য না করে তবে আমারা আইনি প্রক্রিয়ায় যাব।

জানা গেছে, ৭১ ফুট দৈর্ঘ এবং ২৩ ফুট প্রস্থ দ্বিতল ভবনের স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণে সরকার বরাদ্দ দিয়েছে ১ কোটি ১৩ লাখ টাকা। কার্যাদেশ পেয়ে ঠিকাদার পুরনো স্কুল ভবনের সামনে খেলার মাঠ বিনস্ট করে লে-আউট শুরু করেছেন। দ্বিতল ভবনের নীচতলায় সাইক্লোন শেল্টার এবং দোতালায় হবে ক্লাশ রুম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরীর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম মোর্তুজা আবেদীন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সংগঠক লিংকন গায়েন প্রমুখ।

 

 

 

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন